ভিডিও বৃহস্পতিবার, ১০ জুলাই ২০২৫

ভারতে একই পরিবারের পাঁচজনকে পুড়িয়ে হত্যা

ভারতে একই পরিবারের পাঁচজনকে পুড়িয়ে হত্যা, ছবি: সংগৃহীত।

আন্তর্জাতিক ডেস্ক : ভারতে ‘ডাইনি চর্চার’ অভিযোগে একই পরিবারের পাঁচজনকে মারধর ও পুড়িয়ে হত্যার অভিযোগ উঠেছে। এই ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে দুইজনকে আটক করেছে পুলিশ। সোমবার দেশটির বিহার রাজ্যের পূর্ণিয়া জেলার তেতগামা গ্রামের একটি জলাশয় থেকে নিহতদের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহতদের মধ্যে রয়েছে-বাবু লাল ওরাও (৫০), তার মা কান্তো দেবী (৭০), স্ত্রী সীতা দেবী (৪৫), ছেলে মনজিত কুমার (২৫) এবং পুত্রবধূ রাণী দেবী (২২)। 

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন পূর্ণিয়া সদরের সাবডিভিশনাল পুলিশ অফিসার (এসডিপিও) পঙ্কজ কুমার শর্মা। তিনি বলেন, এই হত্যার সঙ্গে ঝাঁর-ফুঁক, ডাইনিবিদ্যার যোগ রয়েছে বলে মনে করা হচ্ছে। নিহতদের পরিবার ঝাড়-ফুঁক করত। পুলিশ জানিয়েছে, ১৬ বছর বয়সী বাবু লালের ছোট ছেলে ঘটনার সময় পালিয়ে যেতে সক্ষম হয়। পরে সে পুলিশের কাছে ঘটনার বিষয়ে জানায়। বর্তমানে ওই পরিবারে একজনই বেঁচে রয়েছেন, আর তিনি হলেন এই ১৬ বছরের কিশোর। পুলিশ আরও জানায়, কয়েক দিন আগে ওই গ্রামের একটি বাচ্চার মৃত্যু হয়। এরপরই অভিযোগ ওঠে ওই ঘটনার জন্য বাবু লালের পরিবার দায়ী। তারই জের ধরে রবিবার রাতে বাবু লাল ওরাও এবং তার পরিবারের সদস্যদের হত্যা করা হয়।

পূর্ণিয়ার ডিআইজি প্রমোদ কুমার মণ্ডল বার্তাসংস্থা এএনআইকে জানিয়েছেন, ঘটনার সঙ্গে যোগ রয়েছে এই সন্দেহে এখন পর্যন্ত দুইজন মূল অভিযুক্তসহ তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। তিনি বলেন, ঘটনাটি সত্যিই বীভৎস। এই যুগে দাঁড়িয়ে একই পরিবারের পাঁচ সদস্যকে এইভাবে মেরে ফেলার ঘটনা বিশ্বাস করা যায় না! ডিআইজি প্রমোদ কুমার মণ্ডল সংবাদমাধ্যমকে বলেছেন, ওই গ্রামের একটি বাচ্চা অসুস্থ হয়ে পড়ে। তাকে সুস্থ করে তোলার জন্য বাবু লালদের ওপর চাপ দেওয়া হয়। কিন্তু তা হয়নি। দিন চারেক আগে ওই বাচ্চাটির মৃত্যু হয়। এরপরই পরিস্থিতি অন্যদিকে মোড় নেয়। অভিযোগ ওঠে বাবু লাল ওরাও-এর পরিবার ওই বাচ্চাটির মৃত্যুর জন্য দায়ী। পুলিশ জানিয়েছে, রবিবার রাতে একদল লোক বাবুলাল ওরাও-এর বাড়িতে চড়াও হয়। সেই সময় বাড়িতে উপস্থিত পরিবারের সদস্যদের বাড়ি থেকে টেনে বের করে আনা হয়, বেধড়ক মারধর করা হয় এবং পরে তাদের জ্বালিয়ে দেওয়া হয়। পরে মরদেহ গুমের উদ্দেশ্যে, স্থানীয় জলাশয়ে ফেলে দেয় বলে অভিযোগ।

আরও পড়ুন

ঘটনাটি গত রবিবার ঘটলেও তা প্রকাশ্যে এসেছে সোমবার। ওই পরিবারের সদস্য ১৬ বছর বয়সী এক কিশোর সোমবার সকালে বিষয়টি পুলিশকে জানায়। পুলিশ এসে জলাশয় থেকে পাঁচজনের দগ্ধ দেহ উদ্ধার করে। পরে ওই নাবালকের বয়ানের ভিত্তিতে অভিযোগ দায়ের করা হয়েছে। পুলিশ জানিয়েছে, ওই শিশুটি তার অভিযোগে উল্লেখ করেছে, বাড়িতে চড়াও হওয়া ব্যক্তিরা তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে ‘ডাইনিবিদ্যা’ অনুশীলনের অভিযোগ তোলে। তার মাকে ডাইনি অপবাদ দেওয়া হয়। বাড়ির পাঁচজনকে মারধর করার পর তাদের জ্বালিয়ে দেওয়া হয়। কোনোরকমে পালিয়ে বেঁচে যায় ওই কিশোর। পরদিন সে পুলিশকে খবর দেয়। খবর : এএনআই

 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বগুড়ায় ধর্ষণের মামলায় কৃষি কর্মকর্তা জেলহাজতে

সাত মাস পর দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে ভারত থেকে কাঁচা মরিচ আমদানি শুরু

বগুড়ার শিবগঞ্জে আ’লীগের সাবেক সভাপতি আজিজুলের চার বছর কারাদন্ড

পটুয়াখালীর ৪ প্রতিষ্ঠানের সবাই ফেল, মোবাইল বন্ধ প্রধান শিক্ষকদের

বগুড়ার শীর্ষ বিদ্যাপীঠগুলোর পাশাপাশি আরও ভালো করেছে যেসব প্রতিষ্ঠান

নির্বাচনে বিএনপির জয় নিশ্চিত জেনে কিছু দল পিআর পদ্ধতি চাইছে