ভিডিও বৃহস্পতিবার, ১০ জুলাই ২০২৫

ব্যাচেলর পয়েন্ট’ সংসারে নতুন ঝড়!

ব্যাচেলর পয়েন্ট’ সংসারে নতুন ঝড়!

দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে গত ঈদুল আজহায় ওটিটি প্ল্যাটফর্ম বঙ্গতে মুক্তি পেয়েছে কাজল আরেফিন অমি পরিচালিত ‘ব্যাচেলর পয়েন্ট সিজন ৫’। প্রথম ধাপে ধারাবাহিক নাটকটির ৮টি পর্ব প্রকাশ পায়। এবার প্রচারে আসতে চলেছে নতুন আরও ৮টি পর্ব। 

যেখানে থাকবে নতুন কিছু চমক। দেখা মিলতে পারে ভিন্ন কিছু চরিত্রেরও। সবমিলিয়ে ব্যাচেলরদের ফ্ল্যাটের রসায়নটা আরও জমে উঠবে। 

এক সংবাদ বিজ্ঞপ্তিতে স্ট্রিমিং প্ল্যাটফর্ম বঙ্গ’র পক্ষ থেকে বলা হয়েছে, ব্যাচেলরদের সংসারে নতুন ঝড়! আজ ১০ জুলাই আসছে ব্যাচেলর পয়েন্ট-৫-এর নতুন পর্ব ৯ থেকে ১৬।

আরও বলা হয়, আলোচনা আর হাসির কেন্দ্রবিন্দুতে থাকা ব্যাচেলরদের সেই চিরচেনা ফ্ল্যাট এবার নতুন আঙ্গিকে। বন্ধুত্ব, আড্ডা আর দৈনন্দিন জীবনের খুঁটিনাটি ঝামেলার যে গল্প দর্শকদের আপন করে নিয়েছিল, সেই গল্পেরই নতুন অধ্যায় শুরু হতে চলেছে। আগের পর্বগুলোর রেশ কাটতে না কাটতেই এবার আসছে আরও জমজমাট সব ঘটনা!

গল্প প্রসঙ্গে বঙ্গ’র ভাষ্য, একমাত্র কর্মচারী শিমুলকে নিয়ে পাশার ব্যবসার পরিসর বাড়ছে ঠিকই, কিন্তু এই অগ্রযাত্রার শেষ কোথায়? হাবুর গোছানো সংসারে বজরা জাকিরের প্রবেশ যেন এক নতুন ঝড়ের পূর্বাভাস দিচ্ছে। অন্যদিকে, লামিয়াকে ঘিরে শিমুল আর জাকিরের দ্বন্দ্ব এখন প্রকাশ্য যুদ্ধে রূপ নিয়েছে।

আরও পড়ুন

তবে সবার নজর থাকবে একজনের দিকেই—তিনি হলেন মতলব! তার আগের কাণ্ডকারখানাই যদি হাসতে হাসতে দর্শকদের পেটে খিল ধরিয়ে দেয়, তাহলে ভাবুন নতুন পর্বগুলোতে কী অপেক্ষা করছে!

এদিকে ওটিটি প্ল্যাটফর্ম বঙ্গ ছাড়াও ব্যাচেলর পয়েন্ট সিজন-৫ প্রচারে আসছে টিভি পর্দায়। বৃহস্পতিবার (১০ জুলাই) থেকে প্রতি বৃহস্পতি ও শুক্রবার রাত ৭টা ৫০ মিনিটে দর্শকরা চ্যানেল আইতে ধারাবাহিকটি উপভোগ করতে পারবেন।

উল্লেখ্য, ব্যাচেলর পয়েন্ট’র নতুন সিজনের বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন মারজুক রাসেল, জিয়াউল হক পলাশ, চাষী আলম, শিমুল শর্মাসহ আরও অনেকেই। 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জবির ভূমিদাতা কিশোরী লাল রায়ের শততম মৃত্যুবার্ষিকীতে ছাত্রদল নেতা রবিউলের উদ্যোগে প্রার্থনা সভা

বগুড়া প্রেস ক্লাবের নির্বাহী কমিটির প্রথম সভা অনুষ্ঠিত

বগুড়ার শাজাহানপুরে স্বেচ্ছাসেবক লীগ নেতা আরেফিন গ্রেফতার

বগুড়ায় ধর্ষণের মামলায় কৃষি কর্মকর্তা জেলহাজতে

সাত মাস পর দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে ভারত থেকে কাঁচা মরিচ আমদানি শুরু

বগুড়ার শিবগঞ্জে আ’লীগের সাবেক সভাপতি আজিজুলের চার বছর কারাদন্ড