ভিডিও বুধবার, ২৩ জুলাই ২০২৫

বগুড়ার শাজাহানপুরে বোট ক্লাবের লেক থেকে সৌমিকের লাশ উদ্ধারের ঘটনায় হত্যা মামলা দায়ের

বগুড়ার শাজাহানপুরে বোট ক্লাবের লেক থেকে সৌমিকের লাশ উদ্ধারের ঘটনায় হত্যা মামলা দায়ের

শাজাহানপুর (বগুড়া) প্রতিনিধি : শাজাহানপুর উপজেলার বি-ব্লক ক্যান্টনমেণ্ট স্টেশন বোট ক্লাবের লেক থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী হাসিন রাইহান সৌমিক (২৮) এর লাশ উদ্ধারের আলোচিত ঘটনায় শাজাহানপুর থানায় হত্যা মামলা দায়ের হয়েছে। সৌমিকের বাবা বগুড়া শহরের জলেশ্বরীতলা নূর মসজিদ এলাকার বাসিন্দা তৌফিকুর রহমান বাদি হয়ে গত বৃহস্পতিবার অজ্ঞাতনামা ব্যক্তিদের বিরুদ্ধে শাজাহানপুর থানায় এ মামলা দায়ের করেন।

এজাহারে উল্লেখ করা হয়েছে, গত ২৬শে জুন সন্ধ্যা সাড়ে ৭টা থেকে ২৯শে জুন সকাল ৯টার মধ্যে কোন এক সময় পূর্ব শত্রুতার জের ধরে অজ্ঞাতনামা ব্যক্তিবর্গ সৌমিক’কে অপহরণ করে অজ্ঞাত স্থানে নিয়ে কৌশলে হত্যা করেছে। হত্যার পর লাশ গুম ও প্রমাণাদি লোপাটের জন্য ক্যান্টনমেণ্ট বোট ক্লাবের লেকে ফেলে রেখে চলে যায়।

উল্লেখ্য, গত ২৬শে জুন সন্ধ্যায় বগুড়া শহরের জলেশ্বরীতলা এলাকার বাসা থেকে হাঁটতে বের হয়ে নিখোঁজ হন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী হাসিন রাইহান সৌমিক (২৮)। নিখোঁজের ঘটনায় পরদিন ২৭শে জুন বগুড়া সদর থানায় সাধারণ ডায়েরী করে সৌমিকের পরিবার। ২৯ জুন সকাল ৯টার দিকে বগুড়ার শাজাহানপুর উপজেলা বগুড়া ক্যান্টনমেণ্ট স্টেশন বোট ক্লাবের লেকে সৌমিকের মৃতদেহ ভাসতে দেখেন স্থানীয়রা।

আরও পড়ুন

সংবাদ পেয়ে শাজাহানপুর থানা পুলিশ সৌমিকের মরদেহ উদ্ধার করে। সুরতহাল প্রতিবেদন তৈরি এবং ময়না তদন্ত শেষে পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করেন থানা পুলিশ। লাশ উদ্ধারের ১৯ দিনের মাথায় অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করে গত বৃহস্পতিবার শাজাহানপুর থানায় হত্যা মামলা দায়ের করেন সৌমিকের বাবা তৌফিকুর রহমান। সৌমিকের লাশ উদ্ধারের ঘটনায় হত্যা মামলা দায়েরের বিষয়টি নিশ্চিত করে শাজাহানপুর থানার ওসি শফিকুল ইসলাম জানান, মামলার বিষয়ে পুলিশী তদন্ত চলমান।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ফ্যাসিবাদবিরোধী ঐক্যের প্রশ্নে সবাই একমত: আইন উপদেষ্টা

হাসপাতালে আহতদের দেখতে গেলেন বিমানবাহিনী প্রধান

বগুড়ার শাজাহানপুরে বহিরাগতদের মারপিটে গোহাইল স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ আহত

সিরাজগঞ্জে ৫০০ বছরের পুরানো জয়সাগর’ দিঘীটি ঐতিহ্য হারাচ্ছে

গাইবান্ধার গোবিন্দগঞ্জে যৌথবাহিনীর অভিযানে হ্যাকার চক্রের দুই সদস্য গ্রেফতার

বগুড়ায় তিন বছরে মাছের উৎপাদন বেড়েছে প্রায় ১ হাজার ২শ’ মেট্রিক টন