ভিডিও বৃহস্পতিবার, ৩১ জুলাই ২০২৫

ঢাবিতে ‘সিভি ইঞ্জিনিয়ারিং ও ইন্টারভিউ মাস্টারক্লাস’ কর্মশালা অনুষ্ঠিত

ঢাবিতে ‘সিভি ইঞ্জিনিয়ারিং ও ইন্টারভিউ মাস্টারক্লাস’ কর্মশালা অনুষ্ঠিত

ঢাবি প্রতিনিধি: ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের কর্মজীবনের জন্য প্রস্তুত করতে “সিভি ইঞ্জিনিয়ারিং ও ইন্টারভিউ মাস্টারক্লাস” শীর্ষক একটি কর্মশাল অনুষ্ঠিত হয়েছে।

আজ ( ৩০ জুলাই ) বুধবার বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে অনুষ্ঠিত এ কর্মশালাটি যৌথভাবে আয়োজন করে ডট ইনিশিয়েটিভ ও স্টুডেন্টস’ কাউন্সিল ফর আইডিয়াল ক্যাম্পাস (এসসিআইসি), ঢাকা বিশ্ববিদ্যালয়।

কর্মশালার উদ্বোধনী বক্তৃতায় ডট ইনিশিয়েটিভ ও এসসিআইসি-এর সভাপতি ইমরান হাসান বলেন, “শুধু ডিগ্রি অর্জন যথেষ্ট নয়, নিজের দক্ষতা কীভাবে তুলে ধরতে হয়, সেটিও জানা জরুরি।”

তিনি বলেন, আত্মবিশ্বাস ও সঠিক প্রস্তুতির মাধ্যমেই সিভি ও ইন্টারভিউতে সফলতা আনা সম্ভব। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. সামান হক। তিনি বলেন, “ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাম্প্রতিক সময়ে শিক্ষার্থীদের দক্ষতা বৃদ্ধির জন্য বিভিন্ন কার্যকরী উদ্যোগ নেওয়া হচ্ছে, এই কর্মশালা তারই অংশ।”

কর্মশালায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের একটি বাস্তবভিত্তিক ইন্টারভিউ সেশন পরিচালনা করেন সেলস এক্সপার্ট মাসরুক নিয়াজ। তিনি ইন্টারভিউর বিভিন্ন কৌশল ও উত্তর দেওয়ার উপায় নিয়ে হাতে-কলমে প্রশিক্ষণ দেন।

আরও পড়ুন

এছাড়া উপস্থিত ছিলেন নিয়াজ আহমেদ, যিনি একজন পুরস্কারপ্রাপ্ত সিভি ও জীবনবৃত্তান্ত বিশেষজ্ঞ। তিনি অংশগ্রহণকারীদের বাস্তব অভিজ্ঞতা শেয়ার করেন এবং একটি নমুনা সিভি উপস্থাপন করেন। সমাপনী বক্তব্য দেন ডট ইনিশিয়েটিভ-এর সাধারণ সম্পাদক রাহিন ফেরদৌস।

তিনি অংশগ্রহণকারী শিক্ষার্থীদের প্রশংসা করে বলেন, “তাদের আগ্রহ ও নিষ্ঠা আমাদের ভবিষ্যৎ কর্মশালাগুলোর জন্য অনুপ্রেরণা।”

উল্লেখ্য, কর্মশালায় বিপুল সংখ্যক শিক্ষার্থী অংশগ্রহণ করেন এবং তারা ব্যাপকভাবে উপকৃত হন বলে জানান আয়োজকেরা।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সরকারে এলে ৫০ লাখ নারীকে ফ্যামিলি কার্ড দেয়ার ঘোষণা তারেক রহমানের

চাঁদপুরে কলেজছাত্রীকে অপহরণ-ধর্ষণ মামলায় যুবকের ১৪ বছর কারাদণ্ড

ইংল্যান্ড-ওয়েলসে ফের জনপ্রিয়তার শীর্ষে ‘মুহাম্মদ’ নাম

ভোলায় বেড়েছে নিউমোনিয়া রোগী, হাসপাতালে বেড-ওষুধ সংকট

গোপালগঞ্জে প্রাণঘাতী অস্ত্র ব্যবহার হয়নি : সেনা সদর

মেয়ের বাড়ির উদ্দেশ্যে বেরিয়ে হন নিখোঁজ, ২০ বছর পর ফিরলেন নিজ গ্রামে!