ভিডিও বুধবার, ০৬ আগস্ট ২০২৫

সুন্দরবন থেকে বনদস্যু আসাবুর বাহিনীর ২ সহযোগী আটক

সুন্দরবন থেকে বনদস্যু আসাবুর বাহিনীর ২ সহযোগী আটক

সুন্দরবন থেকে থেকে বনদস্যু আসাবুর বাহিনীর দুই সহযোগী আটক করেছে কোস্ট গার্ড।  এ সময় তিনটি একনলা বন্দুক, ১০ রাউন্ড তাজা কার্তুজ, পাঁচ রাউন্ড ফাঁকা কার্তুজ ও অস্ত্র তৈরির সরঞ্জামাদি জব্দ করা হয়।

আটকরা হলেন , মো. বাদশা গাজী (৪৫) ও মেহেদী হাসান (২৭)। তারা খুলনার পাইকগাছা থানার বাসিন্দা।

আজ বুধবার (৬ আগস্ট) সকালে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এসব তথ্য জানান।

আরও পড়ুন

তিনি বলেন, আসাবুর বাহিনীর সদস্যরা ডাকাতির উদ্দেশে সুন্দরবনের শিবসা নদী সংলগ্ন শরবতখালী এলাকায় গিয়েছে— এমন খবরে মঙ্গলবার ওই এলাকায় অভিযান চালানো হয়। কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে দস্যুরা পালানোর চেষ্টা করে। তখন কোস্ট গার্ড সদস্যরা দুই রাউন্ড ফাঁকা গুলি ছুঁড়ে। পরবর্তীতে ওই এলাকা তল্লাশি করে বন্দুক, কার্তুজ ও অস্ত্র তৈরির সরঞ্জামাদিসহ আসাবুর বাহিনীর দুই সহযোগীকে আটক করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটকরা জানায়, তারা আসাবুর বাহিনীকে অস্ত্র, গোলাবারুদ ও রসদ সরবরাহের মাধ্যমে সহযোগিতা করে আসছিল।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বৃষ্টির পানিতে ভাসছে বগুড়া শহর, স্থায়ী জলাবদ্ধতায় ভোগান্তি চরমে

বসতবাড়িতে হামলা-ভাঙচুর করে দখল চেষ্টার অভিযোগ

বগুড়ার আদমদীঘি বিএনপি অফিসে হামলা মামলায় আওয়ামী লীগ নেতা গ্রেফতার

ফজরের নামাজ আদায়ের সময় সূর্যোদয় হলে নামাজ হবে কী?

নওগাঁর ট্রিপল মার্ডার মামলা ৩ জনের যাবজ্জীবন, ৮ জনের বিভিন্ন মেয়াদে সাজা

৩০ লাখ কুকুর হত্যার সিদ্ধান্তে ক্ষুব্ধ জাহ্নবী কাপুর