চাঁপাইনবাবগঞ্জ স্কাউটার রশিদ আর নেই

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি : চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার আরামবাগ মহল্লার গোলাম রাব্বানীর ছেলে বাংলাদেশ স্কাউটস চাঁপাইনবাবগঞ্জ জেলা সম্পাদক গোলাম রশিদ (৫১) আজ বুধবার (৬ আগস্ট) বেলা সাড়ে ১১টার দিকে ঢাকার বারডেম হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তার মা, স্ত্রী ও তিন মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রয়েছে।
গোলাম রশিদের সহকর্মী আসরাফুল আম্বিয়া সাগর জানান, মাসখানেক আগে ডেঙ্গুতে আক্রান্ত হয়েছিলেন গোলাম রশিদ। পর্যাপ্ত বিশ্রাম না নিয়ে স্কাটউটস নিয়ে ব্যস্ত হয়ে পড়েন। কয়েকদিন আগে শারীরিক অবস্থার অবনতি হলে প্রথমে পিজিতে পরে বারডেমে ভর্তি করা হয়।
আরও পড়ুনএসময়ের মধ্যে তার ডায়াবেটিক বেড়ে যায় এবং ফুসফুসে ইনফেকশন হয়েছিল। রাতেই তাকে আজাইপুর-আরামবাগ গোরস্থানে দাফন করা হয়।
মন্তব্য করুন