ভিডিও রবিবার, ২৪ আগস্ট ২০২৫

বাংলাদেশ-নেপাল মুখোমুখি আজ

বাংলাদেশ-নেপাল মুখোমুখি আজ, ছবি: সংগৃহীত।

সাফ অনূর্ধ্ব-১৭ নারী সাফ চ্যাম্পিয়নশিপে আজ বাংলাদেশের মুখোমুখি হবে নেপাল। ভুটানের চাংলিমিথাং স্টেডিয়ামে বাংলাদেশ সময় সন্ধ্যা ৬টায় দুদলের ম্যাচটি শুরু হবে। টুর্নামেন্টে নিজেদের প্রথম ম্যাচে ভুটানকে ৩-১ গোলে হারিয়ে অভিযান শুরু করে বাংলাদেশের মেয়েরা। তবে দ্বিতীয় ম্যাচে ভারতের কাছে ২-০ গোলে হেরে যায় অর্পিতা দাসরা। এই হারের হতাশা ভুলে আজ নেপালের বিপক্ষে মাঠে নামবে তারা।

নেপাল ম্যাচের বাংলাদেশ নারী দলের ম্যানেজার মাহমুদা বলেন, ‘দলের অবস্থা আলহামদুলিল্লাহ ভালো। ছোটখাটো যে ভুলগুলো ছিল, সেগুলো নিয়ে অনুশীলনে কাজ করা হয়েছে। আর ছোটখাটো ইনজুরিগুলো রিকভারি হয়েছে। দলের যে অবস্থা, তাতে আমরা আগামীকাল (আজ) ভালো একটি ম্যাচ খেলে মাঠ থেকে ফিরব।’ভারতের কাছে হারের পর দলের বর্তমান পরিস্থিতি প্রসঙ্গে মাহমুদা জানালেন, ‘হার-জিত তো আছেই। ভারত ভালো টিম। আমরাও ভালো দল। যে ভুলগুলো ছিল, পরবর্তী ম্যাচে যেন না হয়, ওভাবেই কাজ করা হয়েছে। আশা করছি, পরের ম্যাচগুলোতে আর ভুলগুলো হবে না।’

আরও পড়ুন

দুই ম্যাচ খেলে বাংলাদেশের অর্জন ৩ পয়েন্ট। পয়েন্ট টেবিলে দ্বিতীয় অবস্থানে বাংলাদেশ। দুই ম্যাচ খেলে প্রতিটিতে জয় তুলে নিয়ে শীর্ষে ভারত। তাদের অর্জন সর্বোচ্চ ৬ পয়েন্ট। অনূর্ধ্ব-১৭ সাফে অংশ নেওয়া চারটি দল পরস্পরের বিপক্ষে দুটি করে ম্যাচ খেলবে। শিরোপা জিততে হলে সামনের ম্যাচগুলোতে জয়ের বিকল্প নেই বাংলাদেশের। অনূর্ধ্ব-১৭ ছাড়া সাফে সব নারী বয়সভিত্তিক দলের শিরোপা জিতেছে বাংলাদেশের মেয়েরা। এবার ভুটানে প্রথমবারের মতো অনূর্ধ্ব-১৭ সাফের শিরোপা জয়ের লক্ষ্যে খেলেছে বাংলাদেশ নারী দল।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ক্লাসরুমে হঠাৎ ভেঙে পড়ল সিলিং ফ্যান, ছাত্রী হাসপাতালে

আমাদের বিরুদ্ধে অপপ্রচার চালানো হয়েছে যে ছাত্রদল নির্বাচন চায় না: ভিপি প্রার্থী আবিদ | Daily Karatoa

সিরাজগঞ্জে ছাব্বির হত্যা মামলায় ৭ জনের যাবজ্জীবন

খুলনা বিশ্ববিদ্যালয়ের ১০ শিক্ষার্থীকে বৃত্তি দিলো প্রাণ-আরএফএল

ইবিতে সাবেক প্রক্টরের বহিষ্কার দাবিতে বিক্ষোভ মিছিল

স্টেডিয়ামের অবস্থা দেখে কান্না চলে এসেছে : বিসিবি সভাপতি