ভিডিও বুধবার, ১০ সেপ্টেম্বর ২০২৫

শিল্প, সাহিত্য ও সংস্কৃতিতে সমৃদ্ধ জেলা কুড়িগ্রাম : জেলা প্রশাসক কুড়িগ্রাম

শিল্প, সাহিত্য ও সংস্কৃতিতে সমৃদ্ধ জেলা কুড়িগ্রাম : জেলা প্রশাসক কুড়িগ্রাম

ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধি: শিল্প, সাহিত্য ও সংস্কৃতিতে সমৃদ্ধ একটি জেলা কুড়িগ্রাম। এখন অন্যান্য ক্ষেত্রে উন্নয়ন করে এই জেলাকে সর্বক্ষেত্রে এগিয়ে নিতে হবে। এজন্য তিনি সকল দপ্তরের কর্মকর্তাকে সমন্বিতভাবে একসাথে মিলেমিশে কাজ করার আহবান জানান। কুড়িগ্রাম জেলা প্রশাসক সিফাত মেহনাজ ভূূরুঙ্গামারী উপজেলায় এক মতবিনিময় সভায় উপরোক্ত বক্তব্য রাখেন।

আজ মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) দুপুর ১২টায় উপজেলার বিভিন্ন দপ্তর প্রধান কর্মকর্তাবৃন্দ, রাজনৈতিক ব্যক্তিবর্গ, সুশীল সমাজের প্রতিনিধি এবং বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রোনিক মিডিয়ার সাংবাবিকদের সাথে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার দীপ জন মিত্র।

এসময় ভূরুঙ্গামারী উপজেলার বিভিন্ন সমস্যা ও সম্ভাবনা নিয়ে বক্তব্য রাখেন, উপজেলা স্বাস্থ্য ও প: প: কর্মকর্তা ডা: এএসএম সায়েম, সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর খন্দকার সারওয়ার হোসেন, উপজেলা বিএনপির সদস্য সচিব প্রভাষক শহিদুল ইসলাম আকন্দ, জামায়াতের উপজেলা আমির আনোয়ার হোসেন, এনসিপির উপজেলা সমন্বয়ক মাহফুজ কিরন, মুক্তযোদ্ধা কমান্ডার আব্দুল মজিদ, প্রেসক্লাবের সভাপতি আনোয়ারুল হক, ইউপি চেয়ারম্যান মানিক, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের উপজেলা আহবায়ক রোকনুজ্জামান রোকন প্রমুখ।

আরও পড়ুন

অনুষ্ঠানে উপজেলার সকল বিভাগীয় কর্মকর্তা, ইউপি চেয়ারম্যানগণ, রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, সুশীল সমাজের প্রতিনিধি, জুলাই যোদ্ধা ও সাংবাদিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উৎসবমুখর পরিবেশে ডাকসুর ভোটগ্রহণ শেষে চলছে গণনা, ফল ঘোষণায় বিলম্ব

আজানের মতো ইকামতেরও কি জবাব দিতে হয়?

ডাকসু নির্বাচনের ফল ঘোষণার অপেক্ষায় সিনেট হলে উপচেপড়া ভিড়

ভেতরে চলছে ভোটগণনা, শিক্ষার্থীরা বাইরে গাইছেন দেশের গান

রেড ক্রিসেন্ট সোসাইটিতে নিয়োগ, বেতন ৮০ হাজার টাকা

নেপালের পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে বাংলাদেশ সরকার