অসময়ে হিলি বন্দর দিয়ে আসছে ভারতীয় সজনে ডাঁটা

হাকিমপুর (দিনাজপুর) প্রতিনিধি: অসময়ে দিনাজপুরের হাকিমপুর হিলি স্থলবন্দরে আমদানি হচ্ছে ভারতীয় সজনে ডাঁটা। গত বৃহস্পতিবার হিলি চেকপোস্ট দিয়ে একটি ট্রাকে ৭ মেট্রিক টন ৩৮০ কেজি ভারতীয় সজনে ডাঁটা এ বন্দরে প্রবেশ করে।
আমদানিকারক মেসার্স খন্দকার এন্টারপ্রাইজের প্রতিনিধি জানান, গত বৃহস্পতিবার ৭টন ৩৮০ কেজি সজনে ডাঁটা ভারত থেকে আমদানি করা হয়েছে। দেশের বাজারে এখনও দেশি সজনে ডাঁটা উঠেনি। সেহেতু বাজারে ডাঁটাগুলোর চাহিদা বেশি পাওয়ার আশা করছেন তারা।
আরও পড়ুনহিলি পানামা পোর্ট লিংক লিমিটেডের কর্তৃপক্ষ জানান, হিলি বন্দরে ভারত থেকে সজনে ডাঁটা আমদানি শুরু হয়েছে। গত বৃহস্পতিবার এক মিনি ট্রাক সজনে ডাঁটা এসে পৌঁছেছে। যেহেতু এগুলো কাঁচা পচনশীল পণ্য, সেহেতু দ্রুত কাস্টমসের সব প্রক্রিয়া সম্পন্ন করে ছাড়পত্র দেওয়া হবে।
মন্তব্য করুন