ভিডিও বুধবার, ১০ সেপ্টেম্বর ২০২৫

প্রেমের প্রস্তাবে রাজি না হওয়ায় স্কুলছাত্রীকে কুপিয়ে জখম, গ্রেপ্তার বখাটে

প্রেমের প্রস্তাবে রাজি না হওয়ায় স্কুলছাত্রীকে কুপিয়ে জখম, গ্রেপ্তার বখাটে

বরগুনায় বখাটে যুবকের প্রেমের প্রস্তাবে রাজি না হওয়ায় স্কুলের ক্যাম্পাসে ঢুকে দেশিয় ধারালো অস্ত্র দিয়ে অষ্টম শ্রেণির ছাত্রীকে কুপিয়ে জখম করার ঘটনা ঘটেছে।

আজ মঙ্গলবার (১৯ নভেম্বর) দুপুর আড়াইটায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় হাসান সিকদার (২২) নামে এক বখাটেকে গ্রেপ্তার করেছে বেতাগী থানা পুলিশ। 

আহত ওই স্কুল ছাত্রীকে প্রথমে বেতাগী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। 

আরও পড়ুন

পুলিশ সূত্রে জানা গেছে, বখাটে হাসান সিকদার দীর্ঘদিন যাবত ঐ ছাত্রীকে প্রেমের প্রস্তাব দিয়ে আসছিল। তবে প্রেমের প্রস্তাবে সাড়া না দিলে বখাটে হাসান তাকে বিরক্ত করা শুরু করে। একপর্যায়ে ঐ ছাত্রী তার পরিবারকে বিষয়টি জানায়। এরপর পরিবার হাসানের বাসায় গিয়ে নালিশ দিয়ে আসে। এতে হাসান সেই ছাত্রীর ওপর ক্ষিপ্ত হয়ে দাঁ দিয়ে তার ওপর আক্রমণ করে। এতে সেই ছাত্রীর দুইটি আঙ্গুলসহ শরীরের বিভিন্ন জায়গায় কেটে যায়। খবর পেয়ে বেতাগী থানা পুলিশ ঘটনা স্থলে গিয়ে হামলায় ব্যবহৃত দাঁ উদ্ধার করে।

এ বিষয়ে বরগুনার অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আব্দুল হালিম বলেন, “স্কুলছাত্রীকে আক্রমণকারী মূল আসামী হাসান শিকদারকে বেতাগী থানা পুলিশ আটক করেছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।”

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উৎসবমুখর পরিবেশে ডাকসুর ভোটগ্রহণ শেষে চলছে গণনা, ফল ঘোষণায় বিলম্ব

আজানের মতো ইকামতেরও কি জবাব দিতে হয়?

ডাকসু নির্বাচনের ফল ঘোষণার অপেক্ষায় সিনেট হলে উপচেপড়া ভিড়

ভেতরে চলছে ভোটগণনা, শিক্ষার্থীরা বাইরে গাইছেন দেশের গান

রেড ক্রিসেন্ট সোসাইটিতে নিয়োগ, বেতন ৮০ হাজার টাকা

নেপালের পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে বাংলাদেশ সরকার