ভিডিও রবিবার, ১৮ মে ২০২৫

নীলফামারীর সৈয়দপুরে অগ্নিকান্ডে পাঁচটি পরিবারের সর্বস্ব পুড়ে ছাই

নীলফামারীর সৈয়দপুরে অগ্নিকান্ডে পাঁচটি পরিবারের সর্বস্ব পুড়ে ছাই

সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি : নীলফামারীর সৈয়দপুরে এক ভয়াবহ অগ্নিকান্ডে পাঁচটি পরিবারের সর্বস্ব পুড়ে ছাই হয়ে গেছে। গতকাল শুক্রবার রাত সাড়ে ৭টার দিকে উপজেলার বোতলাগাড়ী ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের উত্তর সোনাখুলী ঋষিপাড়ায় ওই অগ্নিকান্ডের ঘটনাটি ঘটে।

আগুনে পরিবারগুলোর ১৪টি টিনের ঘর, মূল্যবান আসবাপত্র, কাপড়চোপড়, ধান-চাল, গরু-ছাগল, টাকাসহ ২০ লাখ টাকা ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ক্ষতিগ্রস্তরা। আগুনের খবর পেয়ে নীলফামারীর উত্তরা ইপিজেড ও সৈয়দপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের দুইটি ইউনিটের সদস্যরা সোয়া এক ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। বর্তমানে আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যরা খোলা আকাশের নিচে বসবাস করছেন।

নীলফামারীর উত্তরা ইপিজেডের ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সিনিয়র স্টেশন অফিসার মো. খুরশীদ আলম বলেন, অগ্নিকান্ডস্থলটি ছিল অত্যন্ত ঘনবসতিপূর্ণ একটি এলাকা। আমরা খবর পেয়ে দ্রুততম সময়ে ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনায় আরও প্রায় ৫শ’ বাড়িঘর আগুনের কবল থেকে রক্ষা পেয়েছে। তিনি বলেন, আগুনের সঠিক কারণ ও প্রকৃত ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপনে কাজ চলছে।

আরও পড়ুন

উপজেলার বোতলাগাড়ী ইউনিয়ন প্রশাসনিক কর্মকর্তা মো. ফেরেজুল শাহ্ জানান, ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের উত্তর সোনাখুলি ঋষিপাড়ায় গত শুক্রবার রাতে সংঘটিত আগুনের ঘটনার বিষয়ে গতকাল শনিবার সৈয়দপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) বরাবরে লিখিতভাবে অবগত করা হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

লালমনিরহাটে পাটশাক চাষে আগ্রহী বেশি চাষিরা

আজকের শিশুরা আগামী দিনে বাংলাদেশকে নেতৃত্ব দেবে : সাবেক এমপি লালু

জয়পুুরহাটের পাঁচবিবিতে বুপ্রেনরফিন ইঞ্জেকশনসহ গ্রেফতার ২

বগুড়ার খামারে খামারে প্রস্তুত কুরবানির পশু, গো-খাদ্যের দাম না বাড়ায় স্বস্তি

বগুড়া সারিয়াকান্দির চরাঞ্চলে ভুট্টা ও মরিচ থেকেই ৫শ কোটি টাকা কৃষকের ঘরে

বগুড়ার শেরপুরে আ‘লীগ ও ছাত্রলীগের দুই নেতা গ্রেফতার