কিয়েভে রাশিয়ার ব্যাপক ড্রোন হামলায় জ্বলছে আগুন, নিহত ২

আন্তর্জাতিক ডেস্ক : ইউক্রেনের রাজধানী কিয়েভে বৃহস্পতিবার ভোরে রাশিয়া আবারো ব্যাপক ড্রোন হামলা চালিয়েছে, যা টানা দ্বিতীয় রাতের মতো দেশটিতে ভয়াবহ আক্রমণের ঘটনা। তিন বছরেরও বেশি সময় ধরে চলা এই যুদ্ধে সাম্প্রতিক সময়ে রাশিয়া তার বোমা হামলা আরো বাড়িয়েছে।
কিয়েভের কর্মকর্তারা জানিয়েছেন, বৃহস্পতিবারের এই হামলায় কমপক্ষে দুজন নিহত এবং ১৩ জন আহত হয়েছেন। রাজধানীজুড়ে আগুন জ্বলছে। এর একদিন আগেই, বুধবার ভোরে ইউক্রেনে সবচেয়ে বড় বিমান হামলা চালায় রাশিয়া। ইউক্রেনীয় কর্মকর্তাদের মতে, সেই হামলায় ৭২৮টি ড্রোন ও ১৩টি ক্রুজ বা ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছিল, এতে অন্তত একজন নিহত হন।
গত মঙ্গলবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কিয়েভে আরো অস্ত্র পাঠানোর প্রতিশ্রুতি দেওয়ার এবং রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের তীব্র সমালোচনা করার পরপরই টানা দুইরাত ইউক্রেনে ভয়াবহ হামলা চালাল রাশিয়া। বৃহস্পতিবার ভোরে, কিয়েভের সামরিক প্রশাসন ছয়টি শহর জেলায় রাশিয়ার ড্রোন হামলার খবর দিয়েছে।
আরও পড়ুনটেলিগ্রামে একটি পোস্টে কিয়েভের সামরিক প্রশাসনের প্রধান টাইমুর তাকাচেঙ্কো বলেন, আবাসিক ভবন, যানবাহন, গুদাম, অফিস এবং অন্যান্য ভবনে আগুন লেগেছে। দুর্ভাগ্যবশত, আমাদের দুজন নাগরিক নিহত হয়েছেন। এটি একটি ভয়াবহ ক্ষতি। তাকাচেঙ্কো শহরের বাসিন্দাদের আশ্রয়েকেন্দ্রে থাকতে এবং জানালা ও বারান্দা এড়িয়ে চলতে আহ্বান জানিয়েছেন, কারণ ইউক্রেনের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা হামলা প্রতিহত করতে কাজ করছে। ইউক্রেনের বিমান বাহিনী রাজধানী ছাড়াও বেশ কয়েকটি অঞ্চলে রাতভর রাশিয়ার ড্রোন হামলার কথা জানিয়েছে। কিয়েভের বাইরে কোনো হতাহতের ঘটনা ঘটেছে কিনা তা তাৎক্ষণিকভাবে স্পষ্ট নয়। রাশিয়ার সামরিক বাহিনী সর্বশেষ হামলার বিষয়ে কোনো মন্তব্য করেনি। খবর : বিবিসি।
মন্তব্য করুন