বগুড়ার সান্তাহারে যুবদল অফিসে হামলা মামলায় স্বেচ্ছাসেবকলীগ নেতা গ্রেফতার

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি : আদমদীঘির সান্তাহার পৌরসভার ৪নং ওয়ার্ড যুবদলের অফিসে ককটেল বিস্ফোরণ ও অগ্নিসংযোগ সংক্রান্ত নাশকতা মামলায় সান্তাহার শহর স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক রেজাউল ইসলাম রকি (৩৬)কে গ্রেফতার করেছে পুলিশ। আজ বুধবার (৬ আগস্ট) সকালে তার বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়।
রেজাউল ইসলাম রকি সান্তাহার সাঁতাহার পাড়ার এসএম লুৎফর রহমানের ছেলে। সে সান্তাহার শহর স্বেছাসেবকলীগের সাধারণ সম্পাদক বলে জানা গেছে। ওই দিন দুপুরে রেজাউল ইসলাম রকিকে আদালতে পাঠানো হয়েছে বলে আদমদীঘি থানার অফিসার ইনচার্জ এসএম মোস্তাফিজুর রহমান জানান।
আরও পড়ুনমন্তব্য করুন