ভিডিও সোমবার, ২০ জানুয়ারি ২০২৫

এবার ওয়েব সিরিজে ওমর সানী

চিত্রনায়ক ওমর সানী

অভি মঈনুদ্দীন ঃ ঢাকার অদূরে মানিকগঞ্জে নিজের ব্যবসায়িক প্রতিষ্ঠান ‘চাপওয়ালা’ নিয়েই বেশি ব্যস্ত থাকেন চিত্রনায়ক ওমরসানী। পাশাপাশি সামাজিক যোগাযোগ মাধ্যমেও তিনি নানান ইস্যুও নিয়ে নানান সময়ে উপস্থিত হন। সামাজিক যোগাযোগ মাধ্যমেও তিনি অনেক সময় দেন। এছাড়াও স্টেজ শো’র মৌসুমে ঢাকা, ঢাকার বাইরেও ব্যস্ত থাকতে হয় তাকে।

আপাতত নতুন কোনো সিনেমার কাজ না থাকলেও এরইমধ্যে তিনি একটি ওয়েব সিরিজের কাজ শুরু করেছেন। আপাতত ওয়েব সিরিজটির নাম ‘ব্ল্যাক মানি’। যেহেতু কিছুদিন আগে রায়হান রাফি পরিচালিত ‘ব্ল্যাক মানি’ নামের একটি ওয়েব সিরিজ প্রকাশিত হয়েছে, তাই এই নামটি চুড়ান্ত পর্যায়ে আর থাকবেনা বলে জানান চিত্রনায়ক, প্রযোজক, বিজনেসম্যান ওমরসানী।

ওমরসানী জানান এই ওয়েব সিরিজটিতে তিনি চলচ্চিত্রের জীবন্ত বিংবদন্তী পরিচালক, অভিনেতা কাজী হায়াৎ-এর সঙ্গে অভিনয় করেছেন। এতে আরো আছেন সাব্বির আহমদে, আশরাফ কবির’সহ আরো অনেকে। এরইমধ্যে ওমরসানী রাজধানীর ইস্কাটনের একটি শুটিং হাউজে শুটিং-এ অংশ নিয়েছেন।

আরও পড়ুন

এতে অভিনয় প্রসঙ্গে ওমরসানী বলেন,‘ প্রথমবার আমি কোনো ওয়েব সিরিজে কাজ করেছি। একটি থ্রিলারধর্মী গল্পের ওয়েব সিরিজ এটি। আমার কাছে মনে হয়েছে পুরো টিম এই কাজটি করার ব্যাপারে ভীষণ সিরিয়াস। কয়েকটা ক্যামেরায় যেহেতু কাজ করা হয়েছে, যে কারণে মনে হয়েছে বেশ গুছানোভাবে কাজটি ঠিকঠাক মতো করার চেষ্টা ছিলো পরিচালকের। আর শ্রদ্ধেয় কাজী হায়াৎ ভাইয়ের সঙ্গে এর আগে বহু সিনেমাতে অভিনয় করেছি। নিঃসন্দেহে তিনি অনেক বড়, গুনী একজন পরিচালক। পাশাপাশি একজন গুনী অভিনেতাও বটে। তবে হায়াৎ ভাইয়ের সঙ্গে অনেকদিন পর কাজ হওয়ায় বেশ ভালোলেগেছে। এখন পুরো বিষয়টা আসলে সম্পাদনার উপর নির্ভর করছে। ঠিকঠাক মতো সম্পাদনা হলে, আশা করছি কাজটি ভালো হবে।‘স্টার অ্যাড’ প্রযোজিত এই ওয়েব সিরিজটিতে শিগগিরই প্রচারে আসবে বলে জানিয়েছেন পরিচালক।

উল্লেখ্য, এই ওয়েব সিরিজের গল্প রচনা করেছেন পরিচালক নিজেই। ওমরসানী অভিনীত সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা ইকবাল আহমেদ পরিচালিত ‘ডেডবডি’। এরপর আর নতুন কোনো সিনেমা মুক্তি পায়নি ওমরসানীর। এদিকে ওমরসানী তার নিজস্ব প্রযোজনা সংস্থা নিয়েও ভাবছেন। ইচ্ছে আছে নতুন কিছু ভালো গল্পের নাটক কিংবা ওয়েভ ফিল্ম নির্মাণ করার। প্রিয়দর্শিনী মৌসুমী দেশে ফিরলেই তার সঙ্গে চুড়ান্ত আলাপ করেই এ বিষয়ে সিদ্ধান্ত নিবেন। 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

তারেক রহমানের নির্দেশে আহত ছাত্র ও শ্রমজীবিদের চিকিৎসা

বগুড়ায় প্রায় ৫শ কেজি পলিথিন জব্দ : ১০ হাজার টাকা জরিমানা

ডোনাল্ড ট্রাম্পকে ড. ইউনূসের শুভেচ্ছা

পল্লবীতে ‘ব্লেড বাবুকে’ কুপিয়ে হত্যা

চাকরি দেওয়ার নামে টাকা আত্মসাৎ, দুইজনের জেল

মেয়াদ বাড়ল ৬ সংস্কার কমিশনের