ভিডিও রবিবার, ১৮ মে ২০২৫

সিরাজগঞ্জে চাচা-ভাতিজা হত্যা মামলার ৩ আসামি গ্রেফতার

সিরাজগঞ্জে চাচা-ভাতিজা হত্যা মামলার ৩ আসামি গ্রেফতার

সিরাজগঞ্জ ও রায়গঞ্জ প্রতিনিধি : র‌্যাব-১২’র অভিযানে সিরাজগঞ্জের বহুল আলোচিত ক্লুলেস রায়গঞ্জ থানার চাচা-ভাতিজার হত্যা মামলার ২৪ ঘন্টার মধ্যে অন্যতম প্রধান আসামিসহ ৩ জনকে গ্রেফতার করেছে।
মামলার এজাহারের বর্ণনা মতে, গত ১৬ মার্চ রাতে রায়গঞ্জ থানার বৈকণ্ঠপুর এলাকা হতে বদিউজ্জামন সেখের ছেলে রিয়াজ উদ্দিন সেখ (২১) ও একই গ্রামের তোতা সেখের ছেলে হৃদয় সেখ (১৮) নিখোঁজ হয়।

গত ২০ মার্চ  বিকেল আনুমানিক সাড়ে ৪টার দিকে ভেড়াদহ বেইলি ব্রিজের দক্ষিণে ভেড়াদহ নামক দহের পূর্বপাড়ে কাদাপানিতে কচুরিপানার মধ্যে ভেসে ওঠে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহীদ এম. মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করেন। এ হত্যাকান্ডে সিরাজগঞ্জসহ সারাদেশে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়।

এরই ধারাবাহিকতায় গতকাল শুক্রবার সকাল ১০.৩০ টায় র‌্যাব-১২’র সদর কোম্পানির আভিযানিক দল তথ্য প্রযুক্তির ভিত্তিতে রায়গঞ্জ থানাধীন বৈকন্ঠপুর গ্রামের ৩ জন আসামিকে গ্রেফতার করেন র‌্যাব-১২।  গ্রেফতারকৃতরা হলো- বৈকণ্ঠপুর গ্রামের সুরাজ্জমান সেখের ছেলে রবিউল ইসলাম (২৫), আব্দুল মালেক সরকারের ছেলে আবু হানিফ (২৪) ও আব্দুর রাজ্জাক শেখ এর ছেলে ফেরদৌস শেখ (১৮)।

আরও পড়ুন

দীপংকর ঘোষ অতিরিক্ত পুলিশ সুপার কোম্পানি কমান্ডার র‌্যাব-১২, সদর কোম্পানি এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান- গ্রেফতারকৃত আসামিদের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সিরাজগঞ্জ জেলার রায়গঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বগুড়ার সোনাতলায় এক গৃহবধুর আত্মহত্যা

কুড়িগ্রামের রাজারহাটে তিস্তার পানি বৃদ্ধি পেয়ে তলিয়ে গেছে বাদামসহ রবিশস্য

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এস্কেভেটর পোড়ানোর অভিযোগ, অস্বীকার ইউএনও’র

বগুড়ার শেরপুরে ওয়ার্ড আ’লীগের সভাপতি রফিকুল গ্রেফতার

শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে জাতীয়তাবাদী শিক্ষক সংগঠন 'সাদা দল' এর কমিটি ঘোষণা

একদিনেই সব চামড়া ঢাকায় না পাঠানোর পরামর্শ রাজশাহীর ডিসির