ভিডিও বুধবার, ০৯ জুলাই ২০২৫

মেডিকেল শিক্ষায় সহায়তা ও অর্থনৈতিক অঞ্চলের জন্য কৃতজ্ঞ ভুটান: রাষ্ট্রদূত

ছবি : সংগৃহীত,মেডিকেল শিক্ষায় সহায়তা ও অর্থনৈতিক অঞ্চলের জন্য কৃতজ্ঞ ভুটান: রাষ্ট্রদূত

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করেছেন ভুটানের নবনিযুক্ত রাষ্ট্রদূত ড্যাশো কার্মা হামু দর্জি। বুধবার (৯ জুলাই) রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

এ সময় প্রধান উপদেষ্টা ভুটানকে বাংলাদেশের প্রদত্ত সকল বিদ্যমান অবকাঠামোগত সুবিধা কাজে লাগানোর আহ্বান জানান এবং দ্বি-পাক্ষিক সহযোগিতা সম্প্রসারণের উল্লেখযোগ্য সম্ভাবনার কথা তুলে ধরেন।

আরও পড়ুন

 
রাষ্ট্রদূত দর্জি প্রধান উপদেষ্টার প্রতি ভুটানের প্রধানমন্ত্রীর শুভেচ্ছা বার্তা পৌঁছে দেন। পাশাপাশি দুই দেশের দীর্ঘস্থায়ী ঐতিহাসিক সম্পর্ক এবং বিদ্যমান চমৎকার সহযোগিতার কথা উল্লেখ করেন তিনি।
 
ভুটানের রাষ্ট্রদূত বলেন, বাংলাদেশ ভুটানকে বিশেষ করে চিকিৎসা শিক্ষা এবং বিশেষ অর্থনৈতিক অঞ্চল প্রতিষ্ঠায় সহযোগিতা করে যাচ্ছে। এর জন্য আমরা কৃতজ্ঞ।
 
তিনি বাংলাদেশে ভুটানের সম্পৃক্ততা আরও গভীর করার ইচ্ছা প্রকাশ করেন।
 
এ সময় মানবিক সম্পর্ক জোরদারের গুরুত্ব তুলে ধরে প্রধান উপদেষ্টা বলেন, উভয় দেশের তরুণ প্রজন্মের একে অপরের দেশ সফরের মাধ্যমে সাংস্কৃতিক অভিজ্ঞতা অর্জন করা এবং পারস্পরিক বন্ধন দৃঢ় করা উচিত। বাংলাদেশ সার্কের চেতনা বজায় রাখতে এবং এগিয়ে নিতে চায়।
 
তিনি রাষ্ট্রদূতকে বাংলাদেশে স্বাগত জানান, তাকে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন এবং তার মেয়াদকালে দুই দেশের সম্পর্ক আরও দৃঢ় হবে বলে আশাবাদ ব্যক্ত করেন।
 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বগুড়ায় যুবলীগ নেতা আপেলকে পিটুনি দিয়ে পুলিশে সোপর্দ

বিজিবির অভিযানে ইয়াবার বড় চালান জব্দ, স্ত্রী আটক পলাতক চোরাকারবারি

আবাহনীর এএফসির ম্যাচের ভেন্যু চূড়ান্ত

আরচারির সাধারণ সম্পাদকের বিরুদ্ধে ৪৩ লাখ টাকা আত্মসাতের অভিযোগ

নওগাঁর বদলগাছীতে র‌্যাবের অভিযানে গাঁজাসহ মাদক ব্যবসায়ী আটক

ট্রাম্পের বাসভবনে এবার অফিস খুলছে ফিফা