ভিডিও বুধবার, ০৬ আগস্ট ২০২৫

নিউজ ডেস্ক
প্রকাশ : ০৬ আগস্ট, ২০২৫, ০১:১০ দুপুর

বিশ্ববিদ্যালয় অধ্যাদেশের দাবিতে রাজধানীর সাত কলেজ শিক্ষার্থীদের বিক্ষোভ

বিশ্ববিদ্যালয় অধ্যাদেশের দাবিতে রাজধানীর সাত কলেজ শিক্ষার্থীদের বিক্ষোভ, ছবি: সংগৃহীত।

রাজধানীর সাতটি সরকারি কলেজকে নিয়ে প্রস্তাবিত ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অধ্যাদেশ দ্রুত জারির দাবিতে বিক্ষোভ কর্মসূচি পালন করছেন শিক্ষার্থীরা। আজ বুধবার (৬ আগস্ট) সকাল থেকে এ দাবি নিয়ে ঢাকা কলেজে জড়ো হতে থাকেন তারা। পরে বেলা ১১টার দিকে ঢাকা কলেজের মূল ফটক থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়।

শিক্ষার্থীরা জানিয়েছেন, ‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির নামে রাষ্ট্রীয় কার্যক্রম চললেও অধ্যাদেশ এখনও জারি না হওয়ায় ক্ষোভ জানিয়ে এই কর্মসূচি পালন করা হচ্ছে। শিক্ষার্থীরা, সকাল ১০টার পর থেকেই ঢাকা কলেজের প্রধান ফটকে জড়ো হতে থাকেন শিক্ষার্থীরা। এরপর বেলা ১১টা নাগাদ মিছিল শুরু হয় কলেজ অভ্যন্তর থেকে। মিছিলটি সায়েন্সল্যাব মোড়ে ইউটার্ন নিয়ে নীলক্ষেত হয়ে ইডেন মহিলা কলেজের সামনের সড়কে কিছু সময় অবস্থান করে আবার নিয়ে নীলক্ষেত হয়ে ঢাকা কলেজের মূল ফটকে এসে সংবাদ সম্মেলনের মাধ্যমে কর্মসূচি শেষ হওয়ার কথা।

আন্দোলনের অন্যতম সংগঠক ও সাত কলেজ বিশ্ববিদ্যালয় রূপান্তর টিমের ফোকাল পার্সন আব্দুর রহমান বলেন, আমরা বারবার বলেছি, শিক্ষা সিন্ডিকেটের কোনো ষড়যন্ত্র আমরা মানব না। স্বতন্ত্র পরিচয়ের দাবিতে বহুদিন ধরেই আমরা আন্দোলন করছি। এবার সময় এসেছে সেই লড়াইয়ের ফসল ঘরে তোলার। তিনি আরও বলেন, সরকার যখন অধ্যাদেশ প্রণয়নের কাজ শুরু করেছে, তখন তা নির্ধারিত সময়ের মধ্যেই বাস্তবায়ন করতে হবে। শিক্ষার্থীদের ওপর আর কোনো অনিশ্চয়তা চাপিয়ে দেওয়া চলবে না।

আরও পড়ুন

চলতি বছরের ২৬ মার্চ রাজধানীর সাত সরকারি কলেজকে পৃথক করে নতুন একটি বিশ্ববিদ্যালয় গঠনের ঘোষণা দেয় সরকার। বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন প্রস্তাবিত নাম নির্ধারণ করে ‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি’। কলেজগুলো হলো-ঢাকা কলেজ, ইডেন মহিলা কলেজ, বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজ, শহীদ সোহরাওয়ার্দী কলেজ, কবি নজরুল সরকারি কলেজ, মিরপুর বাংলা কলেজ এবং সরকারি তিতুমীর কলেজ।

 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দিনাজপুরের খানসামায় হামলায় আহত বিএনপি নেতা বীর মুক্তিযোদ্ধা শরীফ উদ্দিনের মৃত্যু

রংপুরে মাদকবিরোধী অভিযানে নারী মাদক ব্যবসায়ীসহ ৪ জন গ্রেফতার

বৃষ্টির পানিতে ভাসছে বগুড়া শহর, স্থায়ী জলাবদ্ধতায় ভোগান্তি চরমে

বসতবাড়িতে হামলা-ভাঙচুর করে দখল চেষ্টার অভিযোগ

বগুড়ার আদমদীঘি বিএনপি অফিসে হামলা মামলায় আওয়ামী লীগ নেতা গ্রেফতার

ফজরের নামাজ আদায়ের সময় সূর্যোদয় হলে নামাজ হবে কী?