ঠাকুরগাঁওয়ে অগ্নিকান্ডে ব্যাপক ক্ষয়ক্ষতি

ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি : ঠাকুরগাঁও রোড বাজারে হার্ডওয়্যারের দোকানে অগ্নিকান্ডে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। গত বুধবার ভোরে রোড বাজারে রুবেল হার্ডওয়্যারে অগ্নিকান্ডের সূত্রপাত হয়। খবর পেয়ে ঠাকুরগাঁও ফায়ার সার্ভিসের একটি ইউনিট গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
জানা যায়, দোকান মালিক আনসারুল ইসলাম প্রতিদিনের মতো রাতে দোকান বন্ধ করে বাড়ি যান। গত বুধবার ভোরে দোকানে অগ্নিকান্ডে সবকিছু পুড়ে যায়ার খবর পান তিনি।
আরও পড়ুনদোকানে প্রায় কোটি টাকার মালামাল ছিল বলে দাবি আনসারুল ইসলামের। বিষয়টি নিশ্চিত করেছে ঠাকুরগাঁও ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের ইনচার্জ মোজাম্মেল হক।
মন্তব্য করুন